কাজিডহরে ভগবত কথা ও জ্ঞানযজ্ঞ শুরু, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : শিলচর-আইজল জাতীয় সড়ক সংলগ্ন সোনাই কাজিডহরে পয়েন্টে সোমবার থেকে শুরু হল ভগবত কথা ও জ্ঞানযজ্ঞ। কাজিডহরের ক্ষেতের মাঠে অনুষ্ঠানটি আয়োজন করে স্থানীয় হিন্দুস্তান ক্লাব। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই ভগবত কথা ও জ্ঞানযজ্ঞ। প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি।
সোমবার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুবক্তা অশোক দেবাচার্যজী মহারাজ। তাঁকে গাড়ি সাজিয়ে স্বাগত জানিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়।

কাজিডহরে ভগবত কথা ও জ্ঞানযজ্ঞ শুরু, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত

এ নিয়ে হিন্দুস্থান ক্লাবের উপদেষ্টা রামেশ্বর রায় জানান, সোমবার সকাল নয়টায় শতাধিক মহিলার কলসী যাত্রার মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠানটি। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উন্নতিকল্পে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা যাতে ধর্মীয় ভাবে জ্ঞান অর্জন করতে পারেন তার জন্য এই আলোচনা। অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন তিনি। প্রথম দিনের এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের পুরুষ মহিলা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News