বেরেঙ্গার বেতুকান্দির কাজ পরিদর্শন হিউম্যান অব শিলচরের সদস্যদের

বরাক তরঙ্গ, ১২ মার্চ : শিলচর বেরেঙ্গা এলাকার ভাঙন স্থলের কাজ দেখতে ১৮ টি বেসরকারি সামাজিক সংস্থা নিয়ে গঠিত হিউম্যান অব শিলচরের সদস্যারা পৌঁছলেন। কাজ দেখে খুব একটা সন্তুষ্ট না হয়ে বিভাগীয় আধিকারিকদের খবর করেন। তারা পাওয়া অভিযোগ পলিমাটি ও ক্ষেতের জমির মাটি মিশিয়ে দেওয়া হচ্ছে। সে অভিযোগ মতে সেখানে গিয়ে দেখতে পান নদীর তীরে কোন পলিমাটি নেই। সব তুলে নেওয়া হয়েছে। এ মাটি গুলি কি বাঁধের কাজে লাগানো হয়েছে প্রকৌশলর কাছে জানতে তিনি এক কথায় না বলেন। প্রকৌশলী তাদের জানান আগামী ৩০ এপ্রিলের মধ্যে কাজ সম্পন্ন হবে। কি কি কাজ হবে তাও জানিয়েছেন। তিনি জানান, বাঁধ নির্মানের কাজের জন্য গত ২৫ ফেব্রুয়ারি ওয়ার্ক অর্ডার বেরিয়েছে, এরপর থেকে দিনরাত কাজ চলছে।

বেরেঙ্গার বেতুকান্দির কাজ পরিদর্শন হিউম্যান অব শিলচরের সদস্যদের

এ দিকে, গত ২০২০ সালে বাঁধের কাজের ১০ কোটি টাকার ফলকের উন্মোচন হয়েছিল সেই কাজ কতটুকু হয়েছিল জিজ্ঞেস করলে বিভাগীয় কর্তৃপক্ষ উত্তরে বলেন, ৫০ শতাংশ কাজ হয়েছে। কিন্তু বাস্তবে সেই কাজের কোন ধরনের তথ্য দেখাতে ব্যর্থ হয় বিভাগীয় কর্তৃপক্ষ বলে জানান হিউম্যান অব শিলচরের সদস্য তথা সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চক্রবর্তী বলেন, কাজে কোন ধরনের অনিয়ম হলে বসে থাকবে না সংস্থা। কাজ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

Author

Spread the News