রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ভারত একটি বহুভাষিক দেশ হওয়ায় আজ ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশগুলোতে ভারতীয় পড়ুয়ারা নানা ক্ষেত্রে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। বৃহস্পতিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘রবিজিৎ চৌধুরী স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, উদ্যোগ গ্রহণ, সমস্যা সমাধানসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ছাত্রছাত্রীরা বিদেশে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে, যার মূল কারণ তাদের বহু ভাষা জানা। এদিন স্মারক বক্তৃতার মূল বিষয় ছিল “জাতীয় শিক্ষানীতির তিন ভাষা নীতি: এগিয়ে যাওয়ার পথ কি?” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে শিক্ষামন্ত্রী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় জাতীয় শিক্ষানীতির তিন ভাষা নীতি, তার প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। তিনি ভাষা ও শিক্ষানীতির মধ্যে ভারসাম্য রক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেন। শিক্ষা ও ভাষানীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই আলোচনা শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষানীতির সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



