বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : আগামী কাল দুদিনের বরাক সফরে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সফরকালীন তাঁর থেকে ‘ভাষা শহিদ স্টেশন নামকরণ, বরাকের বেকার সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ তথা শিলচরের প্রস্তাবিত উড়াল সেতুর ব্যাপারে স্পষ্টীকরণের দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় নির্দেশ এবং রেলমন্ত্রকের সবুজ সংকেত স্বত্ত্বেও দীর্ঘ একদশক ধরে শিলচর রেলস্টেশনের ‘ ভাষা শহিদ স্টেশন ‘নামকরণের ব্যাপারটি আটকে আছে। তিনি বলেন এই ব্যাপারে জনগোষ্ঠী নির্বিশেষে বরাকের কারুর যে আপত্তি নেই তা ইতিমধ্যে প্রমানিত। এমন কি সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে বরাকের ডিমাসা সম্প্রদায়ের সাংস্কৃতিক প্রতিনিধিরা একই বক্তব্য পেশ করেছেন। তাই বরাকের এই দীর্ঘ দিনের দাবিকে সম্মান জানিয়ে আসন্ন সফরের সময় মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে স্পষ্টীকরণ দেবার দাবি জানাচ্ছেন তিনি। প্রদীপ দত্তরায় বলেন, একই সাথে বরাকের ভাষা শহিদদের সরকারি স্বীকৃতি এবং তাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করার ঘোষণা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দ্বারা প্রস্তাবিত ভাষা শহিদ স্মারক মিউজিয়ামের উদ্বোধন আগামী নির্বাচনের পূর্বে বাস্তবায়নের দাবিও মুখ্যমন্ত্রীর কাছে পেশ করছেন তাঁরা। তিনি বলেন এই দাবিগুলি বরাক উপত্যকার আবেগের সাথে জড়িত। যেহেতু মুখ্যমন্ত্রী উপজাতি সহ রাজ্যের সব জনগোষ্ঠীর সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা নিচ্ছেন তাই অবিলম্বে তাঁকে বরাকের এই দাবিগুলোকে প্রাধান্য দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
বিডিএফ মুখ্য আহ্বায়ক আরও বলেন, যে বরাক উপত্যকার বেকার সমস্যা ক্রমবর্ধমান। এখানে রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ছয় লক্ষের বেশি। শিক্ষিত বেকারদের কাছে বেসরকারি ক্ষেত্রেও নিয়োগের সম্ভাবনা সীমিত। যার ফলে তাঁরা উপত্যকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন অথবা ই- রিক্সা চালিয়ে বা নিতান্তই কম রোজগারের কোন উদ্যোগ চালিয়ে কোনক্রমে পরিবার প্রতিপালন করছেন। প্রদীপ দত্তরায় বলেন যে এবারের সফরে সরকারি ও বেসরকারি স্তরে বরাকের কর্মক্ষম বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ব্যাপারে কি পরিকল্পনা রয়েছে তাঁর বিশদ সবাইকে অবগত করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছেন। তিনি বলেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে আখেরে সরকারি কোষাগারের আয় বৃদ্ধি হয়। তাই সামগ্রিক স্বার্থে বরাকের বেকারদের বর্তমান হতাশাজনক পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বের করতে হবে সরকারকেই। মুখ্যমন্ত্রীর থেকে তাই এই ব্যাপারে ইতিবাচক ঘোষণা শোনার অপেক্ষায় থাকবেন তাঁরা।
বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, শিলচরের প্রস্তাবিত উড়াল সেতুর ডিপিআর ও মানচিত্র জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু এই দাবিতে এখন অব্দি প্রশাসনের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি। তিনি বলেন, সাম্প্রতিক নাগরিক সভায় বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী বলেছিলেন যে এই এলিভেটেড করিডরের পাঁচটি মধ্যবর্তী লেগ বা প্রবেশপথ থাকবে। তিনি বলেন, এই পাঁচটি লেগ সহ প্রস্তাবিত সেতুর ডিপিআর অবিলম্বে প্রকাশের দাবি ফের জানাচ্ছেন তাঁরা। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আসন্ন সফরকালে তাঁর থেকে স্পষ্টীকরণের দাবি এদিন জানিয়েছেন জয়দীপ। বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক হৃষীকেশ দে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।


