র‍্যমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হওয়ায় কান্নানকে অভিনন্দন বিডিএফের

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : এশিয়ার নোবেল পুরস্কার ‘র‍্যমন ম্যাগসেসে’ পেয়েছেন কাছাড় ক্যানসার হাসপাতালের কর্ণধার বিশিষ্ট ক্যানসার চিকিৎসক ডাঃ রবি কান্নান। এরজন্য তাঁকে উষ্ণ অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীতে তাঁকে ভারত রত্ন সম্মাননা দেবার জন্য রাজ্য তথা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

শুক্রবার বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, যে সুদুর দক্ষিণ ভারতের বাসন্দা ডাঃ রবি কান্নান দক্ষিনের হাসপাতালের উচ্চপদ ছেড়ে যেভাবে বরাকের মতো এক প্রত্যন্ত অঞ্চলের ক্যানসার চিকিৎসায় নিজেকে সম্পুর্ন নিয়োজিত করেছেন তা প্রশংসার অপেক্ষা রাখেনা এবং তাঁর এই নীরব কর্মযজ্ঞকে রমন ম্যাগসেসে পুরস্কার দিয়ে যেভাবে স্বীকৃতি দেওয়া হল তাতে সমগ্র বরাকবাসীর সঙ্গে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টও আনন্দিত ও গর্বিত।

তিনি বলেন, ডাঃ রবি কান্নান তার পরিবার পরিজন সহ অনেক দিন থেকেই বরাকেরই বাসিন্দা এবং তাঁকে আপামর বরাকবাসী নিজেদের বলেই আপন করে নিয়েছেন। তাই এই সম্মান বরাকেরই সম্মান। তিনি এদিন প্রচারবিমুখ কাছাড় ক্যানসার হাসপাতালের এই কান্ডারীর সুস্বাস্থ্য কামনা করে বলেন যে ভারত সরকার যদিও ইতিমধ্যে তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করেছেন তবুও জনসেবায় তাঁর এই অসামান্য অবদানের জন্য তিনি নিশ্চিত ভাবে ভারত রত্ন সম্মাননার দাবিদার। তাই আগামীতে তাঁকে ভারত রত্ন সম্মাননার জন্য সুপারিশ করতে তিনি বিডিএফ এর পক্ষ থেকে রাজ্য তথা কেন্দ্র সরকারকেও আহ্বান জানিয়েছেন প্রদীপবাবু।

প্রদীপ দত্তরায় এদিন বলেন যে গৌহাটির বি বরুয়া ক্যানসার হাসপাতাল যেভাবে সরকারি অনুদান পাচ্ছে কাছাড় ক্যানসার হাসপাতাল সেই ধরনের সরকারি সাহায্য, সহযোগিতা পাচ্ছে না। অথচ যেখানে বি বরুয়া ক্যানসার হাসপাতাল অধিকাংশ অসমের রোগীদেরই স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে, সেখানে কাছাড় ক্যানসার হাসপাতাল শুধু বরাক নয়, পার্শ্ববর্তী ত্রিপুরা, মিজোরাম ও মনিপুরের ক্যানসার রোগীদের সেবা করে যাচ্ছে। তাই এই হাসপাতালকে আন্তর্জাতিক মানের একটি ক্যানসার হাসপাতালে কিভাবে উন্নীত করা যায় তারজন্য সদর্থক পরিকল্পনা ও পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার। তিনি বলেন আপামর বরাক বাসীর পক্ষ থেকে বিডিএফ কেন্দ্র সরকারের কাছে এই দাবি জানাচ্ছে।

Author

Spread the News