পাস-ফেল প্রথা চালু, পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে স্কুলে
২৪ ডিসেম্বর : বড় পদক্ষেপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিজ্ঞপ্তি জারি করে পাস-ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনার ঘোষণা করল কেন্দ্র। তবে সব শ্রেণিতে নয়। কেবল পঞ্চম ও অষ্টম শ্রেণিতে। যার ফলে পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে স্কুলে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পরের ক্লাসে ওঠার সুযোগ পাবে পড়ুয়ারা।
শিক্ষার অধিকার আইনে ‘নো ডিটেনশন পলিসি’ বাতিল করল কেন্দ্র। কী ছিল এই পসিলিতে? তাতে বলা হয়েছিল, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়াকে ফেল করাতে পারবে না স্কুল। যদিও এই পলিসি কার্যকর হওয়ার ফলে, অনেকেই শিক্ষার মান, পড়ুয়াদের শিক্ষা নিয়ে ভাবনা, এসব বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে সোমবার পঞ্চম এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের নো ডিটেনশন পলিসি বাতিল করল কেন্দ্র, সূত্রের খবর তেমনটাই।
কী বলা হল তাতে? পুরনো পলিসি বাতিল করে শুরু হল পাশ ফেল। একই সঙ্গে বলা হল, এই দুই শ্রেণির কোনও পড়ুয়া যদি বছর শেষের পরীক্ষায় পাস না করে, তাহলেও তাকে স্কুল থেকে বের করা যাবে না। ওই পড়ুয়াকে ফলাফল বেরনোর পর থেকে আরও দু’ মাস সময় দেওয়া হবে পুনরায় পরীক্ষার বসার জন্য, এবং সেই পরীক্ষাতেও যদি সে উত্তীর্ণ না হতে পারে, তাহলে স্কুল থেকে বহিস্কার নয়, পড়ুয়া পুনরায় থেকে যাবে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই। ওই সময়কালে, শ্রেণিশিক্ষক তার পড়াশোনার প্রতি যত্ন নেবেন, তার ত্রুটির জায়গা খুঁজে বের করে, প্রয়োজনীয় বিষয়ে প্রয়োজনে অতিরিক্ত পাঠ দেবেন। কারণ, সরকার স্পষ্ট জানিয়েছে, প্রাথমিক পড়াশোনা সম্পূর্ণ হওয়ার আগে, কোনও স্কুল কোনওভাবেই ফলাফলের কারণে পড়ুয়াকে বের করতে পারবে না।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই নয়া নিয়ম কেন্দ্র সরকারের অধীনে থাকা তিন হাজারের বেশি স্কুলে কার্যকর হবে, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল। সূত্রের খবর, নয়া নিয়মের সঙ্গেই জানানো হয়েছে, যেহেতু শিক্ষা বিষয়টি রাজ্যের আওতায় পড়ে, সেক্ষেত্রে রাজ্য চাইলে এই বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের মতো করে নিতে পারে। যদিও ১৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাস-ফেল বাধ্য করেছে।