বারইগ্রাম রাধারমণ ক্যান্সার হাসপাতাল নিয়ে সভা

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : মানুষের সেবায় নিয়োজিত থাকবে বারইগ্রাম রাধারমণ ক্যান্সার হাসপাতাল। তাই আশ্রমের দেওয়া ভূমিতে শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ ক্যান্সার ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার  স্যাটেলাইট ইউনিট গড়ে তোলার লক্ষ্যে সোসাইটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার এক সভায় এ কথাগুলো বলেন কাছার ক্যান্সার হাসপাতালের বরিষ্ট কার্যকর্তা কল্যাণ চক্রবর্তী।

সভায় কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিপুটি ডিরেক্টর ডাঃ রিতেশ তাপকেরে বলেন এখন থেকে আর শিলচর যেতে হবে না।বারইগ্রাম চেরাগী বাজারে আস্তায়ি ভাড়া ঘরে চিকিৎসা সেবা চলবে।আশ্রম কমিটির সভাপতি সুনীল পালের পৌরহিত্য সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন ডাঃ রবি চন্দন, তরণী মন্ডল, আশ্রম কমিটির সহ সভাপতি নিরঞ্জন দে, স্থানীয়দের মধ্যে কামাল উদ্দিন দিলীপ শর্মা চৌধুরি বাহারুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News