বরাকের তিন জেলা পদক শূন্য, খো খো- র শেষ আটে বিদায় শিলচরের 

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ মার্চ : খেল মহারণের খো খো ইভেন্টের মূলপর্ব থেকে বিদায় নিল কাছাড়। সোমবার সকালে প্রথম কোয়ার্টার ফাইনালে তারা মরিগাঁওয়ের কাছে এক ইনিংস ও তিন পয়েন্টে পরাজিত হয়। সকালের শিশিরের জন্য সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের গ্রাউন্ড তখনও ভেজা ছিল। এতে মরিগাঁওয়ের বিরুদ্ধে বিপাকে পড়ে যায় ঘরোয়া দল। আগের দিনের দুরন্ত প্রদর্শনের পুনরাবৃত্তি করতে পারেননি আজমল হুসেনরা। উল্লেখ্য, প্রি কোয়ার্টার থেকে বিদায় নেয় করিমগঞ্জ, তার আগে ছিটকে যায় হাইলাকান্দি।

খেল মহারণ থেকে খালিহাতে বাড়ি ফিরল করিমগঞ্জ____

অন্য একটি ম্যাচে বিশ্বনাথকে এক ইনিংস ও ১৮ পয়েন্টে পরাজিত করে তামুলপুর। এছাড়া হাড্ডাহাড্ডি ম্যাচে কামরূপ রুরাল ৪ পয়েন্টে হারিয়েছে গোলাঘাটকে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে ডিব্রুগড় জিতেছে নলবাড়ির বিরুদ্ধে। মঙ্গলবার শিলচরে শেষ হচ্ছে খেল মহারণের চূড়ান্ত পর্যায়ের খো খো প্রতিযোগিতা। ছেলেদের অনূর্ধ্ব ১৯ ইভেন্টের প্রথম সেমিফাইনালে কামরূপ রুরাল ও তামুলপুর মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে ডিব্রুগড় ও মরিগাঁও মোকাবিলা করবে। এদিকে, মহিলাদের ইভেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হল সোমবার। এতে কামরূপ মেট্রো হারায় কামরূপ রুরালকে এবং তামুলপুর হারায় ডিব্রুগড়কে। অর্থাৎ, তামুলপুর বনাম কামরূপ মেট্রো ম্যাচেই গোল্ড মেডেলের ফয়সলা হবে |

এদিকে, খো খো-র পর খেল মহারণের কবাডি এবং অ্যাথলেটিক্সে কোনও সুখবর দিতে পারল না করিমগঞ্জ। সীমান্ত জেলার খেলোয়াড়রা একের পর এক ইভেন্টে ব্যর্থ হচ্ছেন। আজ কোকরাঝাড়ে অ্যাথলেটিক্সের অধিকাংশ ইভেন্ট শেষ হয়েছে। বরাকের দলগুলি আজ রাতেই ফেরার ট্রেন ধরছে। শিলচরের নীলকমল সিং ঊর্ধ্ব ১৯ বয়স গ্রুপের ৮০০ মিটারে রুপো জিতেছেন। এছাড়া একই ইভেন্টে হাইলাকান্দির সামসুদ্দিন লস্কর অল্পের জন্য পদক হাতছাড়া করে চার নম্বরে শেষ করেছেন। করিমগঞ্জের খেলোয়াড়দের মধ্যে ৪০০ মিটার রেসে পুনম বারই চতুর্থ স্থানে শেষ করেছেন।
গুয়াহাটির সরুসজাই অ্যাথলেটিক্স স্টেডিয়ামে আয়োজিত কবাডিতে করিমগঞ্জ দল মোটেও দাগ কাটতে পারেনি। ব্যর্থ হয়েছে হাইলাকান্দিও। কাছাড়ের সিনিয়র (ঊর্ধ্ব ১৯) ছেলেরা কাল চরাইদেওয়ের সঙ্গে খেলবে। সিনিয়র মেয়েরা চিরাংয়ের কাছে হেরে গেছে, জুনিয়র মেয়েরা অবশ্য প্রথম ম্যাচে ওয়াকওভার পেয়ে এখনও টিকে রয়েছে। আর, জুনিয়র ছেলেরা কাছাড়কে প্রথম ম্যাচে জয় এনে দিয়েছে। তারা তিনসুকিয়াকে পরাজিত করে।

Author

Spread the News