বরাক ভ্যালির চা ও প্রাক্তন চা জলহার পরিচয় পুনরুদ্ধার ও ভূমিপাট্টা প্রদানের দাবি

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বরাক ভ্যালির জল্লা জনগোষ্ঠীর সার্বিক স্বার্থ ও অধিকার রক্ষার দাবি জানালো চা ও প্রাক্তন চা জলহা সুরক্ষা মঞ্চ, আসাম। বৃহস্পতিবার দিসপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তার হোসেন আনসারি এ দাবি জানিয়ে বলেন, প্রায় ৩৫ হাজার জলহা মানুষ বরাক উপত্যকার চা- বাগানে বসবাস করছেন, যাঁরা ব্রিটিশ শাসনকালে বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে শ্রমিক হিসেবে আনা হয়েছিলেন।আনসারি উল্লেখ করেন, “১৯ নভেম্বর ২০২২-এ অসম সরকারের নির্দেশ অনুসারে বরাকের জলহাদের চা জনগোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়ে কেবল ব্রহ্মপুত্র উপত্যকার ১০টি জেলাকে OBC শ্রেণিতে অন্তর্ভুক্ত করার ফলে বরাকের জলহারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।”

তিনি আরও বলেন, “বরাকের জলহাদের পূর্বের চা জনগোষ্ঠী পরিচয় এবং অনগ্রসর শ্রেণির মর্যাদা পুনরুদ্ধার করা অতীব জরুরি। আগামী ২৫ নভেম্বর অসম বিধানসভায় জমা দেওয়া হতে যাওয়া ভূমিপাট্টা প্রদান বিলটি চা জনগোষ্ঠীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হলেও বরাক জল্লাদের মধ্যে সংশয় বিদ্যমান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিক উদ্দিন শেখ, শ্রীভূমি জেলার সহ-সম্পাদক পারভেজ আলম ও হাইলাকান্দি জেলার সম্পাদক আব্বাস উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *