বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার নয়া কমিটি

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)- র নয়া কমিটি গঠন করা হল। রবিবার শিলচর কল্পতরু হোটেলে প্রথমে কেন্দ্রীয় সভাপতি রিতেন ভট্টাচার্যের পৌরোহিত্যে জেলার তিন কমিটি সহ কেন্দ্রীয় কমিটির বিগত দিনের কর্মকাণ্ড সহ আয়ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এই পর্ব শুরু হয়  হাইলাকান্দি জেলা বাকসের সচিব দীপঙ্কর দত্তের প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে। তিনি তার প্রতিবেদন উপস্থাপনের আগে প্রয়াত হাইলাকান্দি জেলা অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জীব চন্দ্র (ববি)-কে স্মরণ করেন এবং তাদের জেলা কমিটির আয়ব্যয় স্তিতি শূন্য বলে জানান। পরে দীর্ঘ প্রতিবেদন উপস্থাপন করেন কাছাড় জেলা কমিটির সচিব অভিজিৎ ভট্টাচার্য। তিনি বলেন, ২৫০০ টাকা নিয়ে কাছাড় জেলা কমিটির সচিব হিসেবে দায়িত্ব নেন এবং সমাপ্ত করেন ১৬ হাজার টাকা আয় দিয়ে। বর্ষসেরা, ফুটবল প্রতিযোগিতা সহ বিভিন্ন ব্যাক্তিত্বদের বিভিন্ন সময়ে সম্মাননা প্রদানের কথা উল্লেখ করেন তিনি।

নয়া মুখ : কেন্দ্রীয় সভাপতি রতন দেব,  করিমগঞ্জ থেকে সহ সভাপতি জাকির হোসেন, সহ সচিব যীশু শুক্লবৈদ্য, হাইলাকান্দি থেকে রাহুল চক্রবর্তী ও জাকির মজুমদার

করিমগঞ্জ জেলা কমিটির সচিবের অনুপস্থিতিতে সে জেলার প্রতিবেদন উপস্থাপন করেন জাকির হোসেন। তাদের জেলা সংগঠন যে আহামারি কিছু করতে পারেনি, সেটা অকপটে স্বীকার করেন তিনি। রবি হাজাম কেন্দ্রীয় কমিটির প্রতিবেদনে গত একবছরে বিভিন্ন সফল কর্মকাণ্ডের পাশাপাশি তাঁর বিফলতার দিকের কথাও উল্লেখ করেন। তবে এনিয়ে বাকসের মুখপাত্র সায়ন প্রশ্ন উত্থাপন করলেও এর জবাব দেন তিনি। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচার্য, অমিত রঞ্জন দাস, শঙ্করী চৌধুরী, শঙ্কর চৌধুরী, সঞ্জীব সিং, সাবেক সচিব দেবাশিস সোম, তাজ উদ্দিন প্রমুখ। শঙ্কর চৌধুরী করিমগঞ্জ দলকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য পেশ করেন।

বাকসের ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে স্মরণিকা প্রকাশ বিষয়ে বক্তব্য পেশ করেন প্রাক্তন সচিব তাজ উদ্দিন এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই সংগঠন এবং ব্যাক্তিগত পরিচিতি সম্পর্কিত লেখা জমা দেয়ার কথা বলেন স্মরণিকা প্রকাশের দায়িত্বে থাকা অপর সদস্য দীজেন্দ্রলাল দাস। দ্বীতিয় পর্বে জেলা ক্রীড়া সংস্থার সাবেক শারীরিক শাখা সচিব উৎপল দত্তের পৌরোহিত্যে শুরু হয় সংগঠনের নয়া কমিটি গঠনের কাজ। সভায় বিনা ভোটাভুটিতে কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচিত হন রতন দেব।

বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার নয়া কমিটি

কেন্দ্রীয় পর্যবেক্ষক ফের নির্বাচিত হন শতানন্দ ভট্টাচার্য। কাছাড় জেলার সহ সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন দেবাশিস সোম।  হাইলাকান্দি জেলা থেকে সহসভাপতি পদে নেওয়া হয় রাহুল চক্রবর্তীকে। বাকসের করিমগঞ্জ জেলা থেকে সহ সভাপতি নির্বাচিত হন জাকির হোসেন। সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সচিব পদে পুনরায় নির্বাচিত হন রবি হাজাম। কাছাড় জেলার কেন্দ্রীয় সহ সচিব পদে আবার আসীন হন অভিজিৎ ভট্টাচার্য। একই পদে করিমগঞ্জ জেলা থেকে প্রথমবারের মতো আসেন যীশু শুক্লবৈদ্য। হাইলাকান্দি থেকে নির্বাচিত হন জাকির হোসেন মজুমদার। কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হন বেদব্রত ব্যানার্জি। কেন্দ্রীয় মুখপাত্র সায়ন বিশ্বাস। উভয়েই দ্বিতীয়বার এই পদে আসীন হন। সোসাল মিডিয়া ইনচার্জ পদে নির্বাচিত হন মোহাম্মদ তাজ উদ্দিন। অবশ্য তাজ এই পদে না থেকেও বাকসের এই প্রচারকার্য দীর্ঘদিন থেকে করে আসছেন।

কার্যকরী সদস্য পদে বিদায়ী কমিটির সভাপতি পদে রিতেন ভট্টাচার্য সহ তিন জেলা থেকে মোট ৯ জন সদস্য নেয়া হয়। এরমধ্যে রয়েছেন বিকাশ দেব, সঞ্জয় রায়, হিমাংশু দে, সঞ্জীব সিং (শিলচর) সঞ্জয় দাস, সনু ভট্টাচার্য (করিমগঞ্জ) শঙ্করী চৌধুরী, অমিত রঞ্জন দাস (হাইলাকান্দি)। এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্বিজেন্দ্রলাল দাস। তাঁকে সহযোগিতা করেন তাহের মজুমদার ও রবি হাজাম। এদিনের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের হাতে বাকসের তরফে একটি উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সভার সমস্ত  ব্যয়ভার  বহন করেন সাবেক সচিব তথা জেলা ক্রীড়া সংস্থার সহ-সচিব (প্রশাসন ) দেবাশিস সোম ।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News