বরাক ভ্যালি পাটনি পরিষদের ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : বরাক ভ্যালি পাটনি পরিষদের দুই দিবসব্যাপী দশম ত্রৈবার্ষিক সম্মেলন শনিবার ধলাই বিধানসভা সমষ্টির গঙ্গানগরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সম্মেলনের প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরাক ভ্যালি পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ মাননীয় প্রজ্ঞানন্দজী মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কাছাড় জেলা ভিডিপির ডেপুটি অ্যাডভাইজার অমিয়কান্তি দাস,  ধ্রুবজ্যোতি পুরকায়স্থ প্রমুখ।

এছাড়াও পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব পাটনি সমাজে শিক্ষার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে পরিষদকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও নিজ নিজ বক্তব্যের মাধ্যমে সমাজ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *