২১ জানুয়ারি থেকে শিলচরে বরাক ভ্যালি ওপেন চেস চ্যাম্পিয়নশিপ

২১ জানুয়ারি থেকে শিলচরে বরাক ভ্যালি ওপেন চেস চ্যাম্পিয়নশিপ

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : শিলচরের অগ্রগণ্য এনজিও ‘উদ্যোগ’ এর ব্যবস্থাপণায় ২১ জানুয়ারি থেকে শিলচরে বরাক ভ্যালি ওপেন চেস চ্যাম্পিয়নশিপের দুদিবসীয় আসর বসছে। লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের বাবা প্রয়াত কৃষ্ণ প্রসাদ রায়ের স্মৃতিতে কৃষ্ণ প্রসাদ রাই মেমোরিয়াল বরাক ভ্যালি ওপেন চেস চ্যাম্পিয়নশিপ নাম দিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোগ এনজিও-র সভাপতি গোপালকান্তি রায়। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোপালবাবু জানান, মোট তিনটি ক্যাটাগরিতে এই টুর্নামেন্টের আসর বসছে। তিনি জানান, প্রথম পুরস্কার হিসাবে চ্যাম্পিয়নকে নগদ দশ হাজার টাকা, ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে। দ্বিতীয় পুরস্কার হিসাবে নগদ পাঁচ হাজার, ট্রফি ও সার্টিফিকেট, তৃতীয় পুরস্কার হিসাবে নগদ তিন হাজার টাকার অর্থ রাশি সহ ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে। চতুর্থ পুরস্কার হিসাবে নগদ দেড় হাজার টাকা, ট্রফি ও সার্টিফিকেট এবং পঞ্চম পুরস্কার হিসাবে নগদ এক হাজার টাকা, ট্রফি সহ সার্টিফিকেট তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের হাতে, জানান গোপাল কান্তি রায়। এছাড়াও ষাটোর্ধের বেস্ট ভেটারেন হিসাবে নগদ এক হাজার সহ ষোল বছরের ঊর্ধের বেস্ট মহিলা খেলোয়াড়কে নগদ এক হাজার টাকার অর্থ তুলে দেওয়া হবে। উল্লেখ্য প্রতিযোগিতার স্থান হচ্ছে বিদ্যাভারতী বিদ্যালয়, এন এস এভিনিউ (এসবিআই নিউ শিলচর ব্রাঞ্চের বিপরীতে)।

এদিকে ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে খেলাধূলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন গোপালকান্তি রায়। তাছাড়াও রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। ইচ্ছুক প্রতিযোগী যারা ২৬ জানুয়ারির দিন খেলাধূলা কিংবা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী ২৪ জানুয়ারির ভেতরে সংস্থার কার্য্যালয়ে এসে নিজেদের নাম নথিভূক্ত করার আহ্বান জানিয়েছেন গোপাল।

এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা নির্মল দত্ত, সহ-সভাপতিদ্বয় যথাক্রমে ডাঃ গৌতম আচার্য ও অরুণকুমার পাল, সাধারণ সম্পাদক মলয় রায়, ক্রীড়া সম্পাদক বাবলু কেঁওট, কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোশিয়েশনের সভাপতি বিবেন্দু দাস ও সদস্য অনুপ রাই সহ অমল ঝষি, বিশ্বরাজ চক্রবর্তী, রূপন রায় প্রমুখ। 

Author

Spread the News