ব্যাঙ্ক এমপ্লয়েজ ফেডারেশনের বরাক ভ্যালি কো-অর্ডিনেশন কমিটি গঠিত শিলচরে

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : ব্যাঙ্ক এমপ্লয়েজ ফেডারেশন (উত্তর-পূর্ব রিজিয়ন) বরাক ভ্যালি কো-অর্ডিনেশন কমিটির একটি সাধারণ সভা শিলচরস্থিত ‘আর্শীবাদ’ ভবনে আয়োজিত হয়। কথিত যে দেশের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকায়ও দীর্ঘদিন থেকেই ব্যাঙ্ক কর্মীরা নিজেদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করে আসছেন। এই উপত্যকায় ব্যাঙ্কভিত্তিক কর্মচারী সংগঠনগুলোকে একটি সাধারণ মঞ্চে এনে একসঙ্গে লড়াই করার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়।

রবিবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রজতকান্তি পুরকায়স্থ। সভার শুরুতে স্বাগত ভাষণ সহ উদ্দেশ্য ব্যাখ্যা করেন মান্না দত্ত। নরেন শর্মা তাঁর বক্ততায় কিভাবে সরকারি নীতির ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওপর চাপ বাড়ছে তা বিশদ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ব্যাঙ্ক একত্রিকরণের পরবর্তীতে ডিজিটাল ব্যাঙ্কিং বৃদ্ধির আছিলায় এক এক করে প্রায় পাঁচ হাজার ব্যাংক শাখা দেশজুড়ে বন্ধ করা হয়েছে। এর ফলে ব্যাঙ্কিং পরিষেবা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ব্যাঙ্কের ব্যবসা তথা কর্মসংস্থানের সুযোগ কমেছে। তিনি বলেন, সরকার অনাদায়ী ঋণ কমানোর নামে গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর লক্ষাধিক কোটি টাকা কর্পোরেটদের ছাড় দিয়ে দিচ্ছে। সরকার রাষ্ট্রায়ত্ত খণ্ডের ব্যাঙ্কগুলোতে স্থায়ী কর্মী নিয়োগ কমাচ্ছে আবার অন্যদিকে ‘ব্যাঙ্ক মিত্র’ নামে অস্থায়ী কর্মচারী নিয়োগ বাড়িয়ে যাচ্ছে।

ব্যাঙ্ক এমপ্লয়েজ ফেডারেশনের বরাক ভ্যালি কো-অর্ডিনেশন কমিটি গঠিত শিলচরে

দিবাকর বর্মন তাঁর বক্ততায় দেশে তিন বছর থেকে চলে আসা কৃষক আন্দোলনের উদাহরণ টেনে ব্যাংক কর্মীদের সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। সমিরণ মেধী ব্যাংকগুলোতে কর্মীচারীদের ওপর চলে আসা পরিচালকদের বিভিন্ন রকম শোষণমূলক আচরণের কথা তুলে ধরেন। পরবর্তীতে সভায় উপস্থিত বক্তারা এদিনের সভা ও ব্যাঙ্ক বিষয়ক নিজেদের চিন্তা তুলে ধরেন। ব্যাঙ্ক এমপ্লয়েজ ফেডারেশন (উত্তর-পূর্ব রিজিয়ন)-এর সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা আজকের সভার ওপর নিজের বক্তব্য তুলে ধরেন।

সভার শেষ অংশে প্রীতম চন্দ ও বিশ্বজিত নন্দীকে যুগ্ম-আহবায়ক চয়ণ করে ১৫ সদস্যের ব্যাঙ্ক এমপ্লয়েজ ফেডারেশন (উত্তর-পূর্ব রিজিয়ন) বরাক ভ্যালি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়। এই কমিটির উপদেষ্টা হিসাবে রজত পুরকায়স্থ, দেবাশিস চক্রবর্তী ও পার্থ পালকে নিযুক্ত করা হয়। সভার শেষে উপস্থিত সদস্য-সদস্যাদের সামনে রজত পুরকায়স্থ ধন্যবাদসূচক ভাষণ দেন।

Author

Spread the News