বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : কনকপুর রোডস্থিত শ্রী শ্রী গোপাল জিউ’র আখড়ায় সদ্য প্রয়াত শিক্ষাবিদ ও জননেতা কবীন্দ্র পুরকায়স্থের স্মৃতিচারণ সভায় বরাক ব্রাহ্মণ পরিষদের শিলচর শাখার সদস্যবৃন্দ ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পুরকায়স্থের প্রয়াণে সমাজের অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে সভায় উপস্থিতরা গভীর শোক প্রকাশ করেন। পরিষদের প্রথম মুখপত্র উন্নয়নে তাঁর অবদান স্মরণীয়। স্মরণসভায় বক্তব্য রাখেন বিক্রমজিৎ চক্রবর্তী, গৌতম চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য ও স্বপন কুমার চৌধুরী। তাঁরা প্রয়াতের কর্মজীবনের কথা তুলে ধরে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর হরিশংকর ভট্টাচার্য ও কিরণময় চক্রবর্তী। সভাপতি অতনু ভট্টাচার্যের সম্বোধনের পর দুই মিনিট নীরবতা পালন করে শান্তি মন্ত্রোচ্চারণের মাধ্যমে সভা সমাপ্ত হয়। এরপর সভাপতি অতনু ভট্টাচার্য, সহ-সভাপতি বিভাসরঞ্জন ভট্টাচার্য, সম্পাদক কঙ্কন ভট্টাচার্য, সহ-সম্পাদক সুমন ভট্টাচার্য, দীনেন্দ্র ভট্টাচার্য ও অক্ষয় গোস্বামী সহ সদস্যবৃন্দ প্রয়াতের বাসভবনে গিয়ে পুত্র রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থের হাতে শ্রদ্ধাঞ্জলি ফলক অর্পণ করেন।



