ইটখলা ক্লাবের বরাক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : ইটখলা ক্লাবের বরাক উপত্যকা ভিত্তিক ব্যাডমিন্টনের আসর শেষ হল। পুরুষ ডাবলস খেতাব জিতলেন সৌমিত্র দাস এবং মনি সিনহা জুটি। বুধবার ফাইনালে সৌমিত্র-মণি জুটি অমিত সিংহ-রুদ্র বর্মন জুটিকে হারিয়ে খেতাব অর্জন করেন। আসরে আগেই সিঙ্গল খেতাব জিতে নেন অমরজ্যোতি সিনহা। রানার্স হন কুনাল দেব চৌধুরী। ভেটেরন ডাবলসে চ্যাম্পিয়ন পল্লভ দাস – অমরজিত ভট্টাচার্য জুটি।রানার্স -রাজা সিং- সৌমিত্র দাস জুটি। ছেলেদের অনূর্ধ্ব ১৩ চ্যাম্পিয়ন- সুজুসা রাজা বসুমাতারি, রানার্স- ঋতুরাজ দে। মেয়েদের অনূর্ধ্ব ১৩ চ্যাম্পিয়ন হয় শর্বাণী ঘোষ। রানার্স – এইচ স্নেহা সিংহ। প্রতিশ্রুতিবান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে হর্ষিতা সাহা।

বুধবার সন্ধ্যায় পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল ইটখলা অ্যাথলেটিক ক্লাব আয়োজিত ৬ষ্ঠ বরাক উপত্যকা প্রাইজ মানি ব্যাডমিন্টনের আসর।  ইটখলা দূর্গামন্দির প্রাঙ্গনে অস্থায়ী ইন্ডোরে সিদ্ধেশ্বর সিং এবং প্রেম সাগর সিংয়ের (প্রেমু) স্মৃতিতে আয়োজিত প্রতিযোগিতায় মোট ৫ টি বিভাগে বিভিন্ন বয়সের শতাধিক শাটলার অংশ গ্রহণ করেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে  সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড়  এবং শিলচর পৌরসভার  প্রাক্তন সভাপতি শান্তনু দাস, ক্রীড়াপ্রেমী সঞ্জয় ধর, স্পন্সর দেবব্রত পাল, অরিজিৎ বিস্বাস,  চিকিৎসক ডাঃ রঞ্জন সিং, ডা: অরূপ পাটোয়া, ড: অমিত কালোয়ার, অন্যতম স্পন্সর দিপন দেওয়ানজী, সঞ্জু দে এবং টুর্নামেন্টের স্পন্সর পরিবারের পক্ষ থেকে প্রয়াত প্রেম সাগর সিং এর কন্যা সুমিতা সিং ও প্রয়াত সিদ্ধেশ্বর সিং এর পুত্র অভয় সিং। অতিথিদেরকে  বরণ করেন ক্লাবের সাধারন সম্পাদক পঙ্কজ সিং সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও ম্যাচ আম্পায়ার সুমন সিনহা প্রশিক্ষক রাহুল দাসকে স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজেন্দ্রপ্রসাদ সিং।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News