বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : টানা ছুটি-এই শব্দটা শুনলে যেমন একদিকে স্বস্তির নিঃশ্বাস পড়ে, তেমনই অন্যদিকে হালকা টেনশন। বিশেষ করে ব্যাঙ্কের ক্ষেত্রে। রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি কোনও ব্যাঙ্কই এই লম্বা ছুটির বাইরে নয়। শুক্রবার থেকে সোমবার, একেবারে লম্বা উইকেন্ড। ২০২৬ সালের ২৩, ২৪, ২৫ এবং ২৬ জানুয়ারি-এই চার দিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে। ফলে ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে লেনদেন, নথি জমা দেওয়া, চেক সংক্রান্ত কাজ বা অন্য কোনও পরিষেবা পাওয়া যাবে না। আবার ব্যাঙ্ক খুলবে মঙ্গলবার অর্থাৎ ২৭ জানুয়ারি।
এই টানা ছুটির কারণও একাধিক। প্রথমেই ২৩ জানুয়ারি। সরস্বতী পুজো। ২৪ জানুয়ারি পড়ছে মাসের চতুর্থ শনিবার। নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে সেদিনও ব্যাঙ্কের শাটার নামানো থাকছে। পরিদ রবিবার স্বাভাবিকভাবেই সাপ্তাহিক ছুটির দিন। আর ছুটির শেষ দিন ২৬ জানুয়ারি—প্রজাতন্ত্র দিবস। জাতীয় ছুটি। ফলে সেদিনও ব্যাঙ্কিং পরিষেবা মিলবে না।
টানা চার দিনের এই ব্যাঙ্ক ছুটি সাধারণ গ্রাহকদের কিছুটা ভোগান্তিতে ফেলতে পারে, এমনই মনে করছেন অনেকে।



