জাল নোটসহ আটক বাংলাদেশি মহিলা ও দুই ভারতীয় যুবক

বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : ত্রিপুরার অমরপুরে জাল নোট চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অমরপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বাংলাদেশি মহিলা ও দুই ভারতীয় যুবককে গ্রেফতার করেছে। অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার টাকার জাল ভারতীয় নোট।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া বাংলাদেশি মহিলার নাম প্রণিতা ত্রিপুরা। অভিযোগ, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং জাল নোট কারবারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে ধরা পড়েছে বীরচন্দ্র জমাতিয়া ও প্রভাবরি জমাতিয়া নামে দুই ভারতীয় যুবক, যাঁরা দীর্ঘদিন ধরেই এই চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।
অভিযানের সময় বিপুল পরিমাণ জাল নোটের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নথি ও মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই মোবাইল ফোনগুলি খতিয়ে দেখে জাল নোট চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের পরিচয় ও নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

ঘটনার পর অমরপুরসহ আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মনে করছে, এই চক্রের শিকড় রাজ্যের বাইরে এবং এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগও থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে জাল নোট আনা হচ্ছিল এবং কোথায় তা ছড়ানো হচ্ছিল—সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শেষ হলে এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *