ভারতীয় দূতাবাসে কর্মরত দু’জন কূটনীতিককে বরখাস্ত বাংলাদেশের
২৬ আগস্ট : সময়ের আগেই ভারতীয় দূতাবাসে কর্মরত দু’জন কূটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাঁদের শীঘ্রই দেশে ফিরতে বলে দিয়েছে বাংলাদেশ সরকার। হাসিনার দেশ ছাড়ার পরপরই সেদেশে তৈরি হয় মুহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকার। কেন দুই কূটনীতিককে কাজ থেকে অব্যাহতি দেওয়া হল তা স্পষ্ট করে জানায়নি বাংলাদেশ। ভারতের দূতাবাস থেকে কূটনীতিকদের বরখাস্ত করে কি নয়াদিল্লিকে পরোক্ষে কোনও বার্তা দিতে চাইল বাংলাদেশ?
জানা গিয়েছে, নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ। কলকাতার দূতাবাসে ছিলেন রঞ্জন সেন। গত ১৭ অগাস্ট এক নির্দেশিকা জারি করে গত ১৭ অগাস্ট দুই কূটনীতিকের কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বরখাস্ত করা হয়েছে। রঞ্জনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।