বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : বাংলাদেশে তদারকি সরকারের আশ্রয়-প্রশ্রয়ে মৌলবাদীরা যে ভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে, এর বিরুদ্ধে কূটনৈতিক প্রক্রিয়া মেনে সমুচিত জবাব দেওয়ার জন্য ভারত সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আহ্বান জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। বুধবার ত্রিস্তরীয় সংগঠনটির শিলচর শহর আঞ্চলিক সমিতি শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে যে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে, সেখানে সকলের বক্তব্যেই মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন তদারকি সরকারের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও নিন্দামন্দ ধ্বনিত হয়৷ সে দেশে সংখ্যালঘুদের উপর চরম অমানবিক নির্যাতন ও নিধনের প্রতিবাদে সোচ্চার হয়ে বক্তারা ভারত বিরোধী চক্রান্ত প্রতিহত করার জন্য কেন্দ্র সরকারের উদ্দেশে আহ্বান জানান।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির সম্পাদক সুশান্ত সেন প্রারম্ভিক বক্তৃতা করেন৷ল। সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছাড়াও সমাবেশে উপস্থিত হয়ে বক্তৃতা করেন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, মলয় ভট্টাচার্য, পীযূষ চক্রবর্তী, সুকল্পা দত্ত, গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সম্পাদক অশোক দেব, কার্যবাহী সভাপতি শেখর পালচৌধুরী, মানবাধিকার কর্মী কমল চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশে সংঘটিত অমানবিক নানা ঘটনার উল্লেখের পাশাপাশি কার্বি আংলঙে মঙ্গলবার যে প্রতিবন্ধী বাঙালি যুবককে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, এর উল্লেখ করে কড়া ভাষায় নিন্দা জানান সংগঠনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এবং কাছাড় জেলা সমিতির প্রাক্তন সভাপতি তথা সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী৷ শিক্ষাবিদ-আইনজীবী মকব্বির আলি বড়ভূইয়া চিকেন নেক ছিন্ন করা এবং সেভেন সিস্টার্সকে বাংলাদেশ ভুক্ত করার দাবিকে হাস্যাস্পদ বলে মন্তব্য করেন৷
বরাক বঙ্গের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দার ভাষা নেই। মৌলবাদীরা সেইসঙ্গে আক্রমণ করছে প্রগতিশীল মানসিকতার নানা ব্যক্তি এবং সংগঠনকেও৷ ছায়ানীড়, উদীচী সহ দুই সংবাদপত্র প্রতিষ্ঠানে ব্যাপক হামলায় সেই চিত্রই দেখা যায়। যুগশঙ্খ পত্রিকার ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, সঞ্জয় দেবলস্কর ও বাপী রায় প্রতিবাদী একক সঙ্গীত পরিবেশন করেন৷ আবৃত্তি শোনান রণধীর চক্রবর্তী।
এ দিনের প্রতিবাদী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মিলনউদ্দিন লস্কর, বিশ্বনাথ ভট্টাচার্য, সীমান্ত ভট্টাচার্য, সমরকান্তি রায়চৌধুরী প্রমুখ৷ সভাপতির দায়িত্ব পালন করেন বরাক বঙ্গের শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ।


