গুয়াহাটি ডাবল খুনের মামলার প্রধান অভিযুক্ত বন্দনার জামিন
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : চলতি বছরের শুরুতে রাজ্য কাঁপিয়ে দেওয়া গুয়াহাটি ডাবল খুনের মামলার প্রধান অভিযুক্ত বন্দনা কলিতাকে জামিন দিয়েছে আদালত। কামরূপ-মেট্রো জেলা ও দায়রা বিচারক বন্দনা কলিতাকে জামিন দেন।
খবরে বলা হয়েছে, বন্দনা কলিতাকে সপ্তাহে দু’বার গুয়াহাটির নুনমতি থানায় হাজির হতে হবে। এছাড়া তিনি আদালতের অনুমতি ছাড়া নিজ জেলা ত্যাগ করতে পারবেন না।
প্রধান অভিযুক্ত বন্দনা কলিতা তার স্বামী ও শ্বশুরকে হত্যা করে তাদের লাশ টুকরো টুকরো করে এবং তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ফ্রিজে রাখার অভিযোগ ছিল। হত্যার তিন দিন পর আসামিরা নিহতদের লাশ মেঘালয়ের সোহরা (চেরাপুঞ্জি)তে ফেলে দেয়। মামলার প্রধান আসামি বন্দনা কলিতা তার প্রেমিক ও অপর এক বন্ধুর সঙ্গে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তাদের স্বামী অমরজ্যোতি দে এবং শ্বশুর শঙ্করী দে-কে নৃশংসভাবে হত্যার অভিযোগ আনা হয়েছিল। নিহত মা ও ছেলে গত বছরের আগস্ট থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
হত্যার সাত মাস পর ১৯ ফেব্রুয়ারি মা ও ছেলেকে হত্যার ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটেছে গুয়াহাটি শহরের নুনমাটি এলাকায়। অভিযুক্ত মহিলা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে এই খুন করেছে বলে ধারণা করা হচ্ছে।