গো-মাতা হত্যা রোধে কাছাড়ের বিভিন্ন থানায় স্মারকপত্র বজরং দলের

বরাক তরঙ্গ, ১৫ জুন : আসন্ন ঈদ উপলক্ষে গো-মাতা হত্যা রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলো বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম আয়াম বজরং দল। শনিবার বজরং দল পশ্চিম কাছাড় জেলা কমিটির পক্ষে কাছাড় জেলার কাটিগড়া থানা, কালাইন থানা, বড়খলা থানা, ভাঙ্গারপার, বিহাড়া আউট পোস্টে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেন জেলা সংযোজক বৈভব নাথ, জারইলতলা খণ্ড সংযোজক সন্দীপন চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদ জেলা সহ সভাপতি অশোক কুমার দাস প্রমুখ।

স্মারকপত্রে তারা ২০২১ সালের ১৩ আগস্ট জারি হওয়া কেটল আইনে যে কোনো মন্দিরের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে গবাদি পশু হত্যা করা নিষেধের কথা উল্লেখ করা রয়েছে, সে কথা মনে করিয়ে দেন। তাই আইনের উলঙ্ঘন যাহাতে না হয়, আইন শৃঙ্খলার যাহাতে কোনো অবনতি না ঘটে এরজন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন। তারা আরো উল্লেখ করে বলেন, গরুকে সনাতন ধর্মাবলম্বীরা গো-মাতা হিসেবে গণ্য করেন। তাই তাদের গো-মাতা কে হত্যা না করার বিনম্র অনুরোধ জানান ভিএইচপি কর্মকর্তারা। তারা আরো বলেন, পরিষদ কোনো ধর্মের বিরুদ্ধে নয়, তাই ইসলাম ধর্মাবলম্বীদের ঈদও যেন শান্তিপূর্ণ এবং আনন্দে কাটে এমন আশা করেন কর্মকর্তারা।

গো-মাতা হত্যা রোধে কাছাড়ের বিভিন্ন থানায় স্মারকপত্র বজরং দলের

এদিন স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল, বজরং দলের প্রকাশ দাস, রিপন দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News