সুপার ডিভিশনে ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে ৫ রানে বাজিমাত ইটখলা এসি-র
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি: প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটে শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে পয়েন্ট পকেটে পুরে নিল ইটখলা অ্যাথলেটিক ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে তারা হারায় ইন্ডিয়া ক্লাবকে। মাত্র ৫ রানের ব্যবধানে। টসে জিতে প্রথমে প্রতিপক্ষ ইটখলা এসি-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইন্ডিয়া ক্লাব। ব্যাট হাতে নিয়ে ইটখলা ৩০.৫ ওভারে ১৩৮ রানের টার্গেট খাড়া করে। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। তাদের শমিক দাস ৩৮, সৌরভ সাহা ২২, অভিষেক ঠাকুরি ৩০ করেন। অভিলাষ গগৈ ও অমিত যাদব ৪টি উইকেট করে শিকার করেন।
জবাবি ব্যাটিংয়ে নেমে ৩৯.২ ওভারে ১৩৩ রানে আটকে যায় ইন্ডিয়া ক্লাব। তাদের প্রশান্ত কুমার ৪৫, সমীর সিনহা ৩২ ও শম্ভু রায় ৩১ রান করেন। বোলিংয়ে ঋষভ দীপক ৪টি, ইমরান চৌধুরী ও ঋত্বিক ধর ২টি উইকেট নেন। খেলা পরিচালনায় ছিলেন প্রশান্ত পাল ও জয়দীপ রায়। স্কোরার দিলীপ কুমার দাস।
এদিন ম্যাচ সেরা নির্বাচিত হন ঋষভ দীপক। তার হাতে পুরস্কার তুলে দেন পঙ্কজ সিং।