বুধবার হাইলাকান্দিতে শিক্ষামন্ত্রী পেগু
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগু বুধবার হাইলাকান্দিতে আসছেন। বুধবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রী বন্দুকমারায় মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনটির উদ্বোধন করবেন। এরপর তিনি সকাল ১১ টায় হাইলাকান্দিতে শিক্ষাবিভাগের এক রিভিউ মিটিংয়ে অংশ নেবেন। শিক্ষামন্ত্রী পেগু এরপর শ্রীভূমি চলে যাবেন।

