সোনাই প্রিমিয়ার লিগ: আজিতের ১০৭ রানে বাজিমাত এডুকেশন ফাউন্ডেশনের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : স্টিল কর্ণার সোনাই প্রিমিয়ার লিগে শনিবার ব্যাটে-বলে দুপক্ষই হাড্ডাহাড্ডি লড়াইয়ে উপনীত হয়। এরমধ্যে আজিত কুমারের দুরন্ত শতরানই কাল হলো দৃষ্টি সোনাই দলের। ম্যাচে আর এফ এডুকেশন ফাউন্ডেশনের বিরুদ্ধে জেতার জন্য মরিয়া হয়ে উঠলেও পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে এক উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছে দুটি দল। দু’টি দলই জেতার জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হয়। শেষ পর্যন্ত ১৩ রানের ব্যবধানে বাজিমাত করে আর এফ এডুকেশন ফাউন্ডেশন।
নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এদিনের ম্যাচে দৃষ্টি সোনাই টস জিতে আর, এফ,এডুকেশন ফাউন্ডেশনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সেসুবাদে প্রথমে ব্যাট ঘুরিয়ে আর, এফ,এডুকেশন ফাউন্ডেশন ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৫ রানের বিশাল টার্গেট খাঁড়া করে। এরমধ্যে আজিত কুমারের শতরান (১০৭) ছিল উল্লেখযোগ্য।
এছাড়া দলের হয়ে মাহমুদ হোসেন লস্কর ১৬, নজমুল হক বড়ভূইয়া ১১, সারুক ১০ রান করেন। বোলিংয়ে কামাল দেখান ইনজামুল মজুমদার। একাই শিকার করেন ৫টি উইকেট। এছাড়া বিজয় দাস, গুলাম ইউ এফ বড়লস্কর, শাজাহান হোসেন লস্কর ও রসিদ আহমেদ ১টি করে উইকেট লাভ করেন ।
২১৬ রানের বিশাল স্কোর মোকাবিলা করতে গিয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২ রানে আটকে যায় দৃষ্টি। তাদের হয়ে বিজয় দাস সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া দুঅঙ্কের রান করেন শাজাহান হোসেন লস্কর (২৮), এমবি সিংহ (২৩) নিরুক লস্কর (১৭), টিংকু লস্কর (১৭), গুলাম ইউ,এফ, বড়লস্কর (১৬), ইনজামুল মজুমদার (১৫), শাহরিয়ার হোসেন ( ১৩)। বোলিংয়ে পিছিয়ে যাননি বর্ষীয়ান মাহমুদ হোসেন লস্কর । চার ওভার খেলে তিনি কার্যতঃ দৃষ্টি সোনাই দলের সঙ্গে বিজয় রথ আটকে দেন। নেন মুল্যবান ৫টি উইকেট। এছাড়া ইসমাইল মজুমদার, আজিত কুমার ও জাবেদ লস্কর ১টি করে উইকেট শিকার করেন। প্রতিয়োগিতার সূচীতে রবিবার রয়েছে এএসইবি ক্লাব এবং বনরাজ ওয়ারিয়র্স-এর ম্যাচ।
এদিনের ম্যাচের দুটি পুরস্কারই ছিনিয়ে নেন আজিত কুমার দাস। লাভ করেন আকমল মোবাইল ম্যান অব দ্য ম্যাচ ট্রফি এবং সর্বাধিক ছক্কার এটু ইয়াম্মি ভাইটস ট্রফি।
তার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ার মনোজ কুমার দাস এবং সর্বাধিক ছক্কার পুরস্কার তুলে দেন নাজির আহমেদ বড়লস্কর।