ধনেহরিতে আহলে সুন্নতের সম্মেলন ১০ জানুয়ারি, খোঁজ নিলেন বাগপুরী
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : কাছাড় জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের মহা সম্মেলনের কাজ জোর কদমে চলছে। আগামী জানুয়ারি মাসের ১০ তারিখ দিন-রাত ব্যাপী সোনাইর ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশ ও বিদেশের ইসলামিক পন্ডিতরা উপস্থিত থেকে আলোচনা করবেন। তৎসঙ্গে সম্মেলনের মাধ্যমে জামাতের কাজকর্ম তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রস্তাবাদী গ্রহণ করা হবে।
রবিবার রাতে ধনেহরি বালিকা মাদ্রাসা হলে এনিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আহলে সুন্নতের সভাপতি তথা বাগপুরের পীর শাহসুফী জমিলুনব্বি চৌধুরী সাহেব সম্মেলনের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। জেলা কমিটির কর্মকর্তা ও সম্মেলন পরিচালনা কমিটি সহ স্থানীয় লোকদের নিয়ে এক পর্যালোচনা সভা করে সম্মেলনকে সফল করে তুলতে আলোকপাত করেন শাহসুফী জমিলুনব্বি চৌধুরী সাহেব। সম্মেলনে ধর্মপ্রাণ লোকদের সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন তিনি। বিশেষ মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি করে সম্মেলনের প্যান্ডেলের কাজ ও মাঠ পরিদর্শন করেন বাগপুরের পীর।
এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত জেলা আহলে সুন্নতের কার্যকরী সভাপতি মওলানা তজমুল হক মজুমদার, মওলানা সাব্বির হোসেন চৌধুরী আলআজহারি, সম্পাদক মওলানা নাজির হোসেন মজুমদার, আলহাজ রাজন মজুমদার, হাফিজ আব্দুল হক, এম মকসুদ আহমেদ বড়ভূইয়া, মজবুল হক লস্কর, মওলানা জুবাইর খান, স্থানীয় বিশিষ্ঠ নাগরিক আব্দুল মনাফ লস্কর, আজিজুর রহমান চৌধুরী, কমরুল ইসলাম লস্কর, নুরুল ইসলাম লস্কর, সোনাবাড়িঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, সম্মেলন পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম লস্কর, সম্পাদক রাজীব বড়লস্কর সহ স্থানীয় অন্যান্যরা।
জেলা আহলে সুন্নতের সভাপতি শাহসুফী জমিলুনব্বি চৌধুরী বাগপুরীর সভাপতিত্বে ও শাহসুফী মওলানা মাশুক আহমেদের সহ সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর। প্রধান দুই বক্তা হিসেবে সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামি আলোচক আল্লামা আবুল কাশেম নুরী ও মওলানা মুফতি আলাউদ্দিন মোজাদ্দাদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বঙ্গের মওলানা আবুল কালাম আজাদ আজহারি ও দরং-য়ের মওলানা মুফতি মুকিবুর রহমান আজহারি। এছাড়া আহলে সুন্নত ওয়াল জামাতের উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থাকবেন।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।