শিলচরে ২৬ জানুয়ারি বগলামুখী বিশ্বশান্তি যজ্ঞ

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : গণতন্ত্র দিবসের অষ্টমী তিথিতে শিলচরে এক অনন্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে ইলোরা ক্যাম্পাসে “শ্রী শ্রী বগলামুখী বিশ্বশান্তি যজ্ঞ” অনুষ্ঠিত হবে। সমগ্র বিশ্বের শান্তি ও সুরক্ষা, বিশেষ করে হিন্দু সমাজের সংরক্ষণের জন্য ভগবতী বগলামুখীর কাছে প্রার্থনা জানানোর এই অনুষ্ঠানে সকল হিন্দুবন্ধুদের উপস্থিতির আহ্বান জানানো হয়েছে।হিন্দু তান্ত্রিক শাস্ত্রে শত্রুনাশ ও বিপদহর্ত্রী দেবী হিসেবে পূজিত ভগবতী বগলামুখী দশমহাবিদ্যার অন্যতম রূপ। তিনি বিশ্বশান্তি ও ধর্মরক্ষার প্রতীক।

আয়োজকদের বক্তব্য অনুসারে, বর্তমান বিশ্বপরিস্থিতিতে যুদ্ধ, সংঘাত ও হিন্দু সমাজের উপর চলমান চ্যালেঞ্জের প্রেক্ষিতে এই যজ্ঞ অত্যন্ত প্রাসঙ্গিক।আয়োজক গোবিন্দ শর্মা(হিন্দু সোসাইটি) জানিয়েছেন, “এই যজ্ঞের মাধ্যমে আমরা বিশ্বের রক্ষা এবং আমাদের সমাজের ঐক্য ও শক্তির জন্য প্রার্থনা করব।” সকল হিন্দু সমাজের লোকদের অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *