বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার কালাইন অঞ্চলে পুকুরে ডুবে দুই বছর তিন মাসের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার। জানা গেছে, সুন্দাউরা এলাকার বাসিন্দা মায়াজুল আলীর ছোট্ট মেয়ে মাহীরা আখতারকে হঠাৎ ঘরের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে ঘরের সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় মাহীরাকে দেখতে পান তারা।
তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে কালাইন সিএইচসি-তে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহীরাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগড়ার সার্কল ম্যাজিস্ট্রেট ড. রবার্ট টলো। তিনি প্রাথমিক তদন্ত শেষে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।



