বাল্যবিবাহ নির্মূল নিয়ে সচেতনতা সভা মোহনখাল রামমানিকপুরে

বরাক তরঙ্গ, ২ মার্চ : কাছাড় জেলা প্রশাসন, জেলা শিশু সুরক্ষা বিভাগ ও রাজ্য শিশু সুরক্ষা বিভাগের যৌথ উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল নিয়ে মোহনখালে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন মোহনখাল রামমানিকপুর জিপি অফিসের কম্যুনিটি হলে অনুষ্ঠিত সচেতনতা সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ, পুলিশ সুপার নুমুল মাহাতো সহ অন্যান্যরা।

পালংঘাট খণ্ড উন্নয়ন আধিকারিক আরিফ আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সচেতনতা সভায় শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক রুকিয়া বেগম লস্কর। এছাড়া সভায় বক্তব্য রাখেন মোহনখাল রামমানিকপুর জিপি সভাপতির প্রতিনিধি বাহারুল ইসলাম বড়ভূইয়া, পালংঘাট আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি অভিজিৎ মাঝি, রামপ্রভেশ ওঝা। সভায় পালংঘাট আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মীরা বাল্যবিবাহের উপর একা নাটক উপস্থাপন করেন। 

এদিনের সচেতনতা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক মনসুর আহমেদ মজুমদার, সোনাই সার্কল অফিসার দীপঙ্কর নাথ, পালংঘাট এইসিডিএসের প্রজেক্ট অফিসার রাজু শর্মা প্রমুখ।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই। 

Author

Spread the News