জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে পিএমশ্রী ভরাখাই হাইস্কুলে সচেতনতামূলক সভা

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : জাতীয় সড়ক সুরক্ষা মাস–২০২৬ উপলক্ষে কাছাড় জেলা সড়ক সুরক্ষা কমিটির উদ্যোগে এবং জেলা পরিবহন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার ব্যবস্থাপনায় আজ পিএমশ্রী ভরাখাই হাই স্কুলে সড়ক সুরক্ষা সচেতনতা অভিযান-এর অংশ হিসেবে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিবহন বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী এনফোর্সমেন্ট ইন্সপেক্টর পার্থ তেরাং (AEI), মৃণাল কান্তি সিনহা (AEI) ও বলবীর সিং (AEI)। এছাড়াও উপস্থিত ছিলেন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস ও প্রকল্প সঞ্চালক রুহিত দাস। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জাকারিয়া আহামেদ বড়ভূইয়া। সভায় বক্তারা সহজ ও সাবলীল ভাষায় ছাত্রছাত্রীদের উদ্দেশে সড়ক সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের অপরিহার্যতা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, রাস্তা পারাপারের সময় সতর্কতা এবং মদ্যপ অবস্থায় কখনও গাড়ি না চালানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বিশেষভাবে জানান, ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বা বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো আইনত দণ্ডনীয় এবং এতে অভিভাবকরাও সমস্যার সম্মুখীন হতে পারেন। পাশাপাশি পরিবারের সদস্যদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে ছাত্রছাত্রীদের ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহতদের মানবিক দৃষ্টিভঙ্গিতে সাহায্য করার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এবং ‘গুড সামারিটান আইন’-এর আওতায় দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যকারীদের আইনি সুরক্ষা ও পুরস্কারের বিষয়েও আলোকপাত করা হয়। সভায় পরিবহন বিভাগের সহকারী এনফোর্সমেন্ট ইন্সপেক্টর প্রদীপ্ত দেব (AEI), সাগরিকা দেব রায়, মেঘা কংশবণিক, নিরুপমা সিংহা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। সভা শেষে সড়ক সুরক্ষা বিষয়ক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস জানান, জাতীয় সড়ক সুরক্ষা মাস জুড়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং ছাত্রছাত্রীরা নিজেরা সচেতন হয়ে সমাজে সড়ক সুরক্ষার বার্তা ছড়িয়ে দেবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *