খোঁজ এর কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ক্লাব আমরা’র

খোঁজ এর কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ক্লাব আমরা'র

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : অসহায় মানুষের পাশে রয়েছে সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ শিলচর। বন্যা বা যেকোনো দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় খোঁজের কর্মকর্তাদের। এছাড়াও আর্থিকভাবে দুর্বল মানুষকে সাধ্যমত সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতেও দেখা গেছে। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাওয়া বিশিষ্ট লোকদের স্বীকৃতি দিতেও। আর তাদের এই সামাজিক কাজকর্মের স্বীকৃতি স্বরূপ সম্মান জানালো শিলচর আশ্রম রোডের বেসরকারি ঐতিহ্যবাহী সংস্থা ‘ক্লাব আমরা’।

শনিবার খোঁজের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সভাপতি ডাঃ এম মাসুম, সম্পাদক সজল লস্কর ও উপসভাপতি কল্যাণকুমার চক্রবর্তী, কামাল হুসেন লস্করের হাতে স্মারক তুলে দেন ক্লাব আমরা’র কর্মকর্তারা। এদিন তাঁদের উত্তরীয় দিয়ে সম্মান জানানোর পাশাপাশি ক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি স্মরণিকাও তুলে দেন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন ক্লাব আমরা’র সাধারণ সম্পাদক দীপজ্যোতি রায়, কোষাধক্ষ্য অভিজিৎ দে, এডমিন সেক্রেটারি অমরজিৎ বিশ্বাস ও প্রবীণ সদস্য পার্থরঞ্জন দে।

খোঁজ এর কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ক্লাব আমরা'র
সাংবাদিক অজিত দাসের হাতে উপহার তুলেন দিচ্ছেন সভাপতি ডাঃ এম মাসুম।

এদিন এর আগে খোঁজ সাংবাদিকদের হাতে শারদীয় উৎসব উপলক্ষে উপহার তুলে দেন সভাপতি, সম্পাদক সহ সদস্যরা। এ উপলক্ষে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক সজল লস্কর সাংবাদিকদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে সামান্য উপহার সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন।
সংস্থার কর্মসূচি গুলোতে সাংবাদিকদের সহযোগিতা রয়েছে বলে উল্লেখ করেন। সাংবাদিকদের সহযোগিতায় আজ খোঁজ সবার কাছে পরিচিতি লাভ করেছে। তিনি বক্তব্যে প্রসঙ্গক্রমে বলেন ইসলামে অন্য কোন ধর্মকে হেয় প্রতিপন্ন বা মারপিটের কোন স্থান নেই। সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ পাশাপাশি মন্দির ও প্রতিমাগুলো ভাঙচুরের তীব্র ভাষায় নিন্দা জানান। সবশেষে তিনি শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানান। এছাড়াও বক্তব্য রাখেন সভাপতি ডাঃ এম মাসুম, উপ-সভাপতি কল্যাণকুমার চক্রবর্তী, ডাঃ এম রেজা, সাংবাদিক সিদ্ধার্থ দাস ও সংস্থার উপদেষ্টা মৃণাল নাথ।

খোঁজ এর কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ক্লাব আমরা'র

উল্লেখ্য, শারদীয় উৎসব উপলক্ষে অসহায় মানুষের মধ্যে বস্ত্র বণ্টন কর্মসূচি চলছে খোঁজ এর। এই কর্মসূচি ২ অক্টোবর থেকে শুরু হয় এবং আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে। ইতিমধ্যে সংস্থার কর্মকর্তারা নিউ মার্কেট, বিলপার, জানিগঞ্জ, মালগ্রাম, ইটখোলা, ভৈরববাড়ি, রাঙ্গিরখাড়ি, বেতুকান্দি ও রবিদাস পাড়ায় বস্ত্র বণ্টন করেছেন। বস্ত্রগুলো বিধান চক্রবর্তী, বিধায়ক চক্রবর্তী, ক্ষীতিশ কুমার চক্রবর্তী, স্নেহলতা চক্রবর্তী, ক্ষীতিশ ভট্টাচার্য, বিনা ভবেশ চৌধুরী, প্রিয়তোষ চন্দ্র দে, আরতীরানি দেব, প্রহ্লাদ পালের স্মৃতিতে বণ্টন করা হয়।

Author

Spread the News