বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ : জয়ন্ত মল্ল
লক্ষীপুর সমজেলার উদ্বোধন মন্ত্রীর
বিশ্বজিৎ আচার্য ও কে এ লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গে কাছাড়ের লক্ষীপুর মহকুমা উন্নীত হল সমজেলায়। শনিবার আনুষ্ঠানিক ভাবে সমজেলা হিসেবে উদ্বোধন করেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। এ উপলক্ষে ফুলেরতলে সদভাবনা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তিন বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম ও দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, লক্ষীপুরের সমজেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, বিজেপি নেতা কণাদ পুরকায়স্থ, রিনা সিংহ সহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে অভিভাবক মন্ত্রী মল্ল বরুয়া বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সম উন্নয়নে অটল। বলেন, রাজ্যে অগ্রগতি আনতে যাতে কোনও অঞ্চল পিছিয়ে না থাকে সরকার সেই প্রতিশ্রুতি মতো কাজ করে যাচ্ছে। বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ।
মন্ত্রী সাধুবাদ জানিয়েছেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়কে। এই দীর্ঘকালের লালিত স্বপ্ন বাস্তবায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এও বলেন, বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগগুলি লক্ষীপুরকে একটি সমজেলা হিসাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হয়েছে৷
লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় বক্তব্যে লক্ষীপুরের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য অসম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি লক্ষীপুরের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন৷ সমজেলার মর্যাদা উন্নয়নের একটি নতুন যুগ নিয়ে আসবে এবং অগ্রগতির নতুন পথ খুলে দেবে৷ এতে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে তাঁদের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্যে, রাজ্য জুড়ে পরিবর্তনমূলক উদ্যোগের জন্য অসম সরকারের প্রশংসা করেছেন।