মাদকচক্রের ছক ভেস্তে দিল পাথারকান্দি পুলিশ, বাজেয়াপ্ত সোয়া কোটি টাকার গাঁজা
মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : পাথারকান্দিতে পুলিশের সুকৌশলী অভিযানে বড় সাফল্য ত্রিপুরা থেকে অসম হয়ে পাচারের পথে সোয়া কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করল। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে বাজেয়াপ্ত করা হল গাঁজা। উদ্ধার করা হল নকল দু’টি নম্বর প্লেটও। পাচারকাজে ব্যবহৃত গাড়ির চালক অবশ্য অন্ধকারের সুযোগে পালাতে সক্ষম হলেও পুরো চক্রের হদিস…