বেইলি সেতু ভেঙে উল্টে গেল টিপার
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ভেঙে গেল বেইলি সেতু। সেতুর রেলিং ভেঙে পড়ে মাটি বোঝাই একটি টিপার। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার চেলাগাঙে। শনিবার রাত আনুমানিক ২টা নাগাদ চেলাগাঙ একছড়ি সেতু ভেঙে টিপার উল্টে যায়। বর্তমানে চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়া রাস্তা চলাচল বন্ধ। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন জনগণ। ঘটনার ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।…