এক্সাইজ ও আসাম রাইফেলসের অভিযানে বিপুল পরিমাণ মেথামফেটামিন উদ্ধার, গ্রেফতার মহিলা
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : এক্সাইজ ও নারকোটিক্স বিভাগ এবং ১৪ নম্বর ব্যাটালিয়ন আসাম রাইফেলসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মেথামফেটামিন (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে। সোমবার রাত প্রায় ৮টা নাগাদ চামফাই জেলার লালেন ভেঙ এলাকায় অভিযান চালিয়ে মেথামফেটামিন ৫ কেজি ৫৫৫ গ্রাম (প্রায় ৫৫,০০০টি ট্যাবলেট) উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক মালিক হিসেবে অভিযুক্ত করা…