রাস্তায় স্কুটি, পুজো প্যান্ডেলে হামলা, মারপিট সোনাই রোডের গোল্ডেন পার্কে

রাস্তায় স্কুটি, পুজো প্যান্ডেলে হামলা, মারপিট সোনাই রোডের গোল্ডেন পার্কে

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : নবমী শেষে দশমীতেই শনিবার শিলচরে ঘটে গেল অঘটন। সোনাই রোড গোল্ডেন পার্ক দুর্গাপূজা কমিটি ও প্রতিবেশী কতিপয় ব্যক্তির সঙ্গে তুমুল সংঘর্ষ বাধলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবমী পূজা শেষে ঘরের প্রতিমা বিসর্জন দিয়ে ফিরে আসার সময় গোল্ডেন পার্ক দুর্গাপূজা কমিটির মণ্ডপে চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে প্রতিবেশী এক ব্যক্তি এমন অভিযোগ। এনিয়ে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রাস্তায় স্কুটি, পুজো প্যান্ডেলে হামলা, মারপিট সোনাই রোডের গোল্ডেন পার্কে

জানা গেছে, শনিবার পূজা মণ্ডপে প্রসাদ গ্রহণে ব্যস্ত ছিলেন ভক্তরা।ঠিক তখনই ঘরের প্রতিমা বিসর্জন দিয়ে প্রতিবেশী এক ব্যক্তি গাড়ি নিয়ে গোল্ডেন পার্কে প্রবেশ করতে গেলে রাস্তায় থাকা একটি স্কুটি বাধা সৃষ্টি করে। এবং স্কুটি সরানোর বিষয় নিয়ে শুরু হয় দু’পক্ষের কথা কাটাকাটি। এতেই সুত্রপাত হয় মারপিটের ঘটনার। পুজো কমিটির অভিযোগ প্রতিবেশী ব্যক্তি ও তাঁর সহপাঠীরা মণ্ডপের বিভিন্ন সমগ্রী ভাঙচুর করার পাশাপাশি কমিটির সদস্য সহ মহিলাদের ঠেলা ধাক্কা করেছে। গালিগালাজ ও অশ্লীল মন্তব্য করেন। কমিটির সিসিটিভি ও ভেঙে গুঁড়িয়ে দেয় ওই ব্যক্তি। ঘটনায় বাইরের কিছু মানুষের মদত রয়েছে বলে জানান কমিটির কর্মকর্তারা। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

এদিকে মারপিটের ঘটনায় পূজা কমিটির বেশ কয়জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে পুজো কমিটির তরফে স্থানীয় রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলা দায়ের করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। এদিকে স্থানীয় পুলিশ প্রতিবেশী ব্যক্তি সহ তাঁর সহপাঠীদের আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে। তবে পুজো চলাকালীন সময়ে এধরনের ঘটনা সংঘটিত হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাস্তায় স্কুটি, পুজো প্যান্ডেলে হামলা, মারপিট সোনাই রোডের গোল্ডেন পার্কে
রাস্তায় স্কুটি, পুজো প্যান্ডেলে হামলা, মারপিট সোনাই রোডের গোল্ডেন পার্কে

Author

Spread the News