ভারি বৃষ্টি : রামকৃষ্ণনগরে মন্দিরের দেওয়াল ধসে পড়ল ঘরের উপর, মৃত্যু
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : পুজোর আনন্দ ম্লান! মর্মান্তিক ঘটনা ঘটল রামকৃষ্ণনগরে। বর্ষণে মন্দিরের দেওয়াল ধস পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু ঘটে এক ব্যক্তির। মৃত ব্যক্তি রামকৃষ্ণনগর কালী মন্দির সংলগ্ন এলাকার কালীপদ বড়াল (৪৫)।
জানা যায়, নবমীর রাতে বিভিন্ন মণ্ডপে দেবী প্রতিমা দর্শনের পর খাওয়া দাওয়া শেষে কালীপদ বড়াল নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ভারি বৃষ্টি পাতে রাতে ধসে পড়ে কালীপদের ঘরে। তিনি দেওয়ালের চাপা পড়ে মারা যান। শনিবার সকালে খবরটি জানাজানি হতেই ছুটে আসে রামকৃষ্ণনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। দুর্গোৎসবের মধ্যে এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার খবর পেয়ে ছুটে যান সাংসদ মিশনরঞ্জন দাস। তিনি পুরো ঘটনার খোঁজ খবর নেন। মর্মান্তিক ঘটনার গভীর শোক প্রকাশ করে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।