দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতীশি

১৭ সেপ্টেম্বর : প্রকাশ্যে এল দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম। সূত্রের খবর, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হবেন অতীশি মারলেনা। মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত আইনসভা দলের বৈঠকে, সদ্য প্রাক্তনী অরবিন্দ কেজরিওয়াল, অতীশির নাম প্রস্তাব করেছিলেন। তা আপের বিধানসভা দল কোনও আপত্তি ছাড়াই পাস করেছে। তারপরেই অতীশি বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন বলে খবর। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অতীশির নাম ঘোষণা করা হয়।

অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চান। সেইমতো পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে চলছিল জল্পনা।শেষ পর্যন্ত জল্পনার অবসান হল। মঙ্গলবার আম আদমি পার্টির নেতারা দিল্লিতে বৈঠক ডাকেন। সেই বৈঠকে ঠিক হয় দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাই হবেন নতুন মুখ্যমন্ত্রী। তাঁর নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরির সিদ্ধান্তে সহমত পোষণ করেন সঞ্জয় সিং, মণিশ সিসোদিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।তাই দিল্লির কুর্সিতে এবার বসছেন মহিলা মুখ্যমন্ত্রী। এর আগে শীলা দীক্ষিত কংগ্রেসের তরফে দিল্লির মুখ্যমন্ত্রী হন। তাই দেশ আরও এক মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। এবার দিল্লির মসনদে মহিলা মুখ্যমন্ত্রী বসায় নারীদের ক্ষমতায়ন বিস্তার লাভ করছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতীশি
দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতীশি

Author

Spread the News