রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় গোটা শহরে পূজার্চনা

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় গোটা শিলচর শহরে পূজার্চনা হল। শহরে শতাধিক মণ্ডপে রামচন্দ্রের পুজো হল। সোমবার বিভিন্ন সংগঠন ও রাম ভক্তরা মিলে রামলালার ফটো বসিয়ে পূজার্চনা, শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। এ ছাড়া প্রসাদ বণ্টন ও মিষ্টিমুখ করানো হয়৷ শহরের রাজপথ সহ অলিগলি গেরুয়া ধ্বজ লাগিয়ে গেরুয়াময় করে তোলা হয়েছে। এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছেন আট থেকে আশি সবাই।

রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় গোটা শহরে পূজার্চনা

এ দিন, রাম ভক্তরা জানান, ৫০০ বছর অতীতের স্বপ্ন আজ পূরণ হল। অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হল। আজ এই দিনটি সনাতনীদের চিরস্মরণীয় দিন হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। তারা আরও বলেন, রামচন্দ্রের পূজার্চনা, সন্ধ্যা আরতি সহ ভোগরাগ ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
শহরের সবক’টি মন্দির সহ রাস্তাঘাট  বিদ্যুতের আলোয় সাজিয়ে তোলা হয়েছে। বাজি পটকা ফাটিয়ে অকাল দীপাবলিতে আনন্দে মেতে উঠেন। অন্যদিকে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে বা অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর টহল ছিল জোরদার।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News