ডিএসএ-র সভায় বাকবিতণ্ডায় উত্তপ্ত, সভাস্থল ছাড়লেন শিথিল
বরাক তরঙ্গ, ৭ মে : শিলচর ডিএসএ-র পদে পদেই যেন ঝামেলা লেগেই আছে। মঙ্গলবার ফুটবল শাখার সভায়ও সৃষ্টি হল ঝামেলার। সভায় পৌরোহিত্য করছিলেন সংস্থার সহসভাপতি সুবিমল ধর (শিথিল)। এজেন্ডা অনুযায়ী সভা চলছিল ঠিকই। কিন্তু মাঝে মাঝেই মিটিংয়ের সভাপতির সঙ্গে বাকবিতণ্ডায় মেতে উঠছিলেন গ্রাউন্ড শাখা সচিব কৌশিক রায় ও স্টেডিয়াম সচিব আশিস চক্রবর্তী। ডিএসএ-র ফুটবল অ্যাকাডেমি গড়ার বিষয় নিয়েই ঝামেলাটা শুরু হয়। সদস্যদের মধ্যে কথা কাটাকাটিতে উত্তপ্ত হয়ে ওঠে সভাস্থল। এজেন্ডা শেষ হওয়ার পর অন্যান্য বিষয়ে আলোচনার সময় সভাপতির চেয়ার ছেড়ে বেরিয়ে যান শিথিল।
এর আগে নেওয়া সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে এ মাসের শেষ ভাগে যুগশঙ্খ কাপ ফুটবল দিয়ে এবারের মরশুম শুরু হতে পারে। এরপর মৃদুল হোড় ট্রফি নকআউট। পরবর্তীতে প্রথম বিভাগীয় লিগ এবং সুপার ডিভিশন। অক্টোবরে পুজোর পর ক্যাপ্টেন গুপ্ত আমন্ত্রণমূলক প্রতিযোগিতা করার ব্যাপারে সভায় আলোচনা হয়।