অন্ধবিশ্বাস বিরোধী দিবস উদযাপন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১৭ মে : অসম কলেজ শিক্ষক সংস্থা মহিলা সেল, রাধামাধব কলেজ ইউনিট শনিবার আন্তঃকলেজ রচনা প্রতিযোগিতার (ভার্চুয়াল) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে যা ‘অন্ধবিশ্বাস বিরোধী দিবস’ স্মরণে আয়োজিত হয়েছিল। এদিন আন্তঃকলেজ রচনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে শিলচর গুরুচরণ কলেজের সায়ন ধর, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন রাধামাধব কলেজের রুহিনী গোস্বামী এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন গুরুচরণ কলেজের দেবশ্রী শর্মা। 

আন্তঃকলেজ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, আসাম কলেজ শিক্ষক সংস্থার রাধামাধব কলেজ ইউনিটের সচিব ড. কালীপদ দাস, আসাম কলেজ শিক্ষক সংস্থা মহিলা সেল, রাধামাধব কলেজ ইউনিটের ড. নবনীতা দেবনাথ ‘অন্ধবিশ্বাস বিরোধী দিবস’ স্মরণে তাদের মতামত তুলে ধরেন।

অন্ধবিশ্বাস বিরোধী দিবস উদযাপন রাধামাধব কলেজে

এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ সূর্য্য সেন দেব এবং শবনম সারংসা। অনুরূপ ভাবে এই অনুষ্ঠানে রাধামাধব কলেজের উদ্যোক্তা উন্নয়ন সেল এবং মহিলা সেল কর্তৃক পরিচালিত দ্বিতীয় ব্যাচের টেইলারিং কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়, যারা এই কলেজে টেইলারিং কোর্স সম্পন্ন করেছেন। 

অন্ধবিশ্বাস বিরোধী দিবস উদযাপন রাধামাধব কলেজে
Spread the News
error: Content is protected !!