বিশ্বে মাতৃভাষার জন্য কেউ শহিদ হোন তা চায় না অসম সাহিত্য সভা : বসন্তকুমার

ভাষা শহিদ স্টেশন নামকরণের দাবিকে সমর্থন______

বরাক তরঙ্গ, ১৭ মে : শুধু অসম কেন গোটা বিশ্বে মাতৃভাষার জন্য কেউ শহিদ হোন অসম সাহিত্য সভা সেটা কামনা করে না। এই বরাক থেকে আমরা বার্তা দিতে চাই মানুষের বৈষম্য এবং নিজের মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা করা প্রত্যেক জাতির কর্তব্য। ভাষার দাবিতে কোথাও কোন ভাষাগোষ্ঠী কেউ যাতে শহিদ হতে না হয় এটাই কামনা করছি। শিলচরে পা রেখে এমন মত ব্যক্ত করলেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্তকুমার গোস্বামী।

বরাক-ব্রহ্মপুত্রের মহামিলনের বর্ণিল অস্থায় সেতুবন্ধন যাত্রায় তিন দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় এসেছেন অসম সাহিত্য সভার সদস্যরা। সভাপতির নেতৃত্বে প্রায় ১৫ জনের এই প্রতিনিধি দল বরাক উপত্যকার তিনটি জেলা সফর করে ব্রহ্মপুত্র এবং বরাকের সমন্বয়ের বার্তা দেওয়া হবে। এই সফর নিয়ে বসন্ত গোস্বামীর আরও বলেন, বরাক উপত্যকার ভাষা শহিদদের আত্মার সদগতি হতে হবে। পৃথিবীতে ভাষা নিয়ে শহিদ কেউ হন এটা চায় না সাহিত্য সভা। ভাষিক এবং সাংস্কৃতিক সুষম সমন্বয় গড়ে উঠুক দুই উপত্যকার মধ্যে। এই সফর থেকেই সমগ্র ভারতে বার্তা দিতে চাই মানুষের মধ্যে বৈষম্য মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা প্রত্যেক জাতির কর্তব্য। অসমের মানুষের মধ্যে বৈষম্য নেই সবাই মানুষ।

বিশ্বে মাতৃভাষার জন্য কেউ শহিদ হোন তা চায় না অসম সাহিত্য সভা : বসন্তকুমার

তিনি এও বলেন, অসম সাহিত্য সভার এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের পৃষ্ঠপোষকতায় বরাক উপত্যকায় অসম সাহিত্য সভার মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বরেই ভূপেন হাজরিকার শতবর্ষ পূর্তি উৎসব। আসাম বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। শুধু অসম নয় আমন্ত্রণ জানানো হবে ভারতের বিভিন্ন জায়গার সংস্কৃতি ব্যক্তিদের। শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহিদ স্টেশন হিসেবে নামাঙ্কিত করার বরাক উপত্যকার দীর্ঘ দিনের যে গণদাবি, সেই গণদাবিকে অসম সাহিত্য সভা সমর্থন জানালে এই সফর সমন্বয়ের অনেক বার্তা বহন করছে।

বিশ্বে মাতৃভাষার জন্য কেউ শহিদ হোন তা চায় না অসম সাহিত্য সভা : বসন্তকুমার

Author

Spread the News