ঘুংঘুরে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি পালন ২২ জানুয়ারি
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : ঐতিহ্যবাহী ঘুংঘুর শ্রীরাম মন্দিরে অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শ্রীরাম পূজা ও অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তন আয়োজন করা হবে আগামী ২২ জানুয়ারি বুধবার। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে কমিটির সদস্যরা জানান, ঘুংঘুর শ্রীরাম মন্দিরটি স্থাপন করা হয়েছিল ১৯৫২ সালে, এই মন্দিরটি প্রচুর পুরোনো ও জাগ্ৰত। এই মন্দিরটি পরিচালিত হয় শ্রীরাম মন্দির সেবা ট্রাস্টের দ্বারা, মন্দিরের সদস্যরা প্রায় অসহায় সনাতনী মানুষদের সেবা করে থাকেন। আগামী ২১ জানুয়ারি সন্ধ্যায় অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস এবং ২২ জানুয়ারি তথা বুধবার অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে মন্দিরের প্রাঙ্গণে রামলালার আদলে ভগবান শ্রীরামের মূর্তি বসিয়ে বৈদিক শাস্ত্রানুসারে পূজা-অর্চনা করা হবে এবং দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার সকাল ছয়টায় নগর কীর্তন সহ দধিভাণ্ড ,মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।
অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তনে আইরং মারার সদানন্দ মহন্ত (গোস্বামী), শিলচরের বাদল চক্রবর্তী ও সম্প্রদায়, শ্রীভূমির গোবিন্দ সম্প্রদায়, শিলচরের রাম ঠাকুর সম্প্রদায়, শ্রীভূমির মহাপ্রভু সম্প্রদায়ের কীর্তনরা কীর্তনীরা হরিনাম প্রচার করবেন। এদিন অন্যান্যদের মধ্যে ঘুংঘুর শ্রীরাম মন্দির সেবা ট্রাস্ট কমিটির সভাপতি বিমলকুমার দাস, সম্পাদক রানারঞ্জন শুক্লবৈদ্য, সহ-সম্পাদক সুমন বিশ্বাস, কোষাধ্যক্ষ সুশান্ত দেব, কীর্তন পরিচালনা কমিটির সভাপতি সঞ্জীবকুমার দাস, সম্পাদক শুভ্র দেব, কোষাধ্যক্ষ রাজু বিশ্বাস, সদস্য দেবাশিস ভৌমিক, পিঙ্কু দাস, গৌরব দাস, সোয়েল দেব, বিশ্বজিৎ দাস, দেবাশিস দাস সহ অন্যান্যরা।
