৯ ডিসেম্বর : সাত তলা বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মৃত্যু হল অন্তত ২০ জনের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। জানা গিয়েছে, বাড়িটির একতলায় আগুন (Fire) লাগে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে বাকি অংশে। সেন্ট্রাল জাকার্তার পুলিশ আধিকারিক সুসাতিয়ো পুরনোমো কন্দ্র জানান, অফিস বিল্ডিংয়ের একতলায় আগুন লাগে। সেইসময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল।
এই বিল্ডিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার দপ্তর রয়েছে। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম থেকে পাওয়া ফুটেজে দেখা গিয়েছে, দমকল তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছে। মই ব্যবহার করে অনেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন। বিল্ডিংয়ে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।


