৪ জানুয়ারি : ওডিশার এক বেআইনি পাথরের খাদানে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানলে। শক্তিশালী বিস্ফোরণের জেরে কমপক্ষে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। অনেকে আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে হতাহতের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে।
জানা গিয়েছে, ঢেঙ্কানলের গোপালপুর গ্রামের কাছে একটি খাদানে বিস্ফোরণটি ঘটে। স্থানীয়দের মতে, অবৈধভাবে চলছিল খাদানটি। বিস্ফোরণের পর স্থানীয়রাই আহত শ্রমিকদের উদ্ধারকাজ শুরু করেন। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে। শুরু হয়েছে প্রাথমিক তদন্ত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের পর খাদানের ভেতরের একটি অংশ ধসে পড়ে। যা ধ্বংসস্তূপের নীচে শ্রমিকদের চাপা পড়ার আশঙ্কাকে বাড়িয়ে তুলেছে। তাছাড়া বিস্ফোরণের সময় ঘটনাস্থলে কতজন শ্রমিক উপস্থিত ছিলেন তা স্পষ্ট নয়। ফলে ঠিক কতজন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন, তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। ঘটনাস্থলের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, খাদানজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ এবং বিশাল পাথরের চাঁই গর্তের মধ্যে ধসে পড়েছে।
প্রশাসন সূত্রে খবর, ওই পাথর খাদানটিতে বিস্ফোরণ ঘটানোর কোনও বৈধ অনুমতি ছিল না। এমনকি গত সেপ্টেম্বর মাসেও জেলা খনি দপ্তর থেকে খাদানটি বন্ধের নোটিশও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও নিয়ম লঙ্ঘন করে সেখানে কাজ চলছিল বলে অভিযোগ।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।



