বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : ইস্ট জোন ইন্টার-ইউনিভার্সিটি ক্রিকেট (পুরুষ) চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় বাছাই পর্ব আয়োজিত হবে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর। বেলা ১০টা থেকে আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. সিদ্ধার্থ শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলির স্নাতক ও তদূর্ধ্ব স্তরের আগ্রহী ছাত্ররা যথাযথ ক্রীড়া সামগ্রী সহ ট্রায়ালে অংশ নিতে পারবেন। বাছাই শেষে যোগ্য খেলোয়াড়দের জন্য কোচিং ক্যাম্প আয়োজন করা হবে এবং ট্রায়ালে সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত ক্রিকেট দল গঠন করা হবে।
উল্লেখ্য, ইস্ট জোন ইন্টার-ইউনিভার্সিটি ক্রিকেট (পুরুষ) চ্যাম্পিয়নশিপ আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারি ওড়িশার কটকে রাবেনশ’ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।এ বিষয়ে বিস্তৃত তথ্যের জন্য ড. সিদ্ধার্থ শর্মা (মোবাইল: ৯৪০১২১২৫৮৩) অথবা মি. নিরঞ্জন দাস (মোবাইল: ৯৪৩৫৫৬৬২১৬)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


