বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : ১৩তম আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টে খেতাব হাসিল করল আসাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে কাছাড় কলেজকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে আসাম বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উভয় দলের সমর্থকদের উপস্থিতিতে নির্ধারিত সময়েই এদিন ম্যাচ শুরু হয়। প্রথমে ব্যাট করতে নামে কাছাড় কলেজ। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট খুইয়ে তাদের সংগ্রহ ১২৯ রান। এরপর ব্যাট করতে নেমে ১৬ ওভারেই জয় হাসিল করে নেয় আসাম বিশ্ববিদ্যালয়। ম্যান অব দ্য ম্যাচ হন জাভাদ মাজার ভূঁইয়া। সেরা ব্যাটসম্যানের খেতাব পান মুজামিল হোসেন। সেরা বোলার হয়েছেন জাভাদ মাজার ভূঁইয়া। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পাচ্ছেন প্রীতম বিশ্বাস।

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপিকা এম. তিনেশ্বরী দেবী, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর ড. সিদ্ধার্থ শর্মা, অধ্যাপক হিমাদ্রি শঙ্কর দাস, ড. তপোধীর আচার্য, ড. মৌসুম হ্যান্ডিক প্রমুখ।


