ইম্ফল ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে ফিরলেন অসমের পড়ুয়ারা

বাড়ি পৌঁছলেন সোনাবাড়িঘাটের সুফিয়া, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বরাক তরঙ্গ, ৯ মে :  মঙ্গলবার বাড়ি ফিরলেন ইম্ফলের ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটিতে পাঠরত সোনাই সোনাবাড়িঘাট এলাকার সুফিয়া ইয়াসমিন লস্কর। ক্রীড়া শিক্ষক হোসেন আহমেদ লস্করের কন্যা সুফিয়া ইম্ফলের এই বিশ্ববিদ্যালয়ের এমএসসি স্পোর্টস কোর্সের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।

উল্লেখ্য, মণিপুরে সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে সে রাজ্য ছেড়ে ইতিমধ্যে পালিয়েছেন বহু মানুষ। কাছাড় জেলা সহ অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চলে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন অনেকে। তাছাড়া সরকারিভাবে সেখানে কর্মরত বা পড়াশোনায় আছেন এমন জন সাধারণ সহ পড়ুয়াদের প্রতিবেশী রাজ্যগুলো সেনার সহায়তায় ফিরিয়ে আনছে। তাদের সঙ্গে সোমবার ভোর চারটার বিমানে গুয়াহাটিতে অসমের অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে পৌঁছেন সুফিয়া। পরে এদিন রাতের ট্রেন ধরে মঙ্গলবার দুপুরে শিলচর পৌঁছেন সুফিয়া। এদিকে, গুয়াহাটি পৌঁছে পড়ুয়ার দল অসম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভোরে বিমান বন্দরে তাদেরকে অভ্যর্থনা জানাতে সাধারণ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News