এনআইটি শিলচরে অস্ত্র প্রদর্শনীর আয়োজন আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : আসাম রাইফেলস অসমের শিলচরস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, শিলচরে এক বিশেষ অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনীতে ৫৫০ জনেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও তাঁদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। পাশাপাশি এনসিসি ক্যাডেটরাও এতে উপস্থিত থেকে পদাতিক বাহিনীর বিভিন্ন অস্ত্র সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন।

এই অস্ত্র প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল যুবসমাজকে সশস্ত্র বাহিনীতে যোগদানে অনুপ্রাণিত করা এবং তাঁদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় গর্বের চেতনা জাগ্রত করা। প্রদর্শনী চলাকালীন ক্যাডেটরা সেনা সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং প্রদর্শিত অস্ত্রগুলির বৈশিষ্ট্য ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। একই সঙ্গে তাঁদের ইউনিফর্মধারী বাহিনীতে যোগদানের জন্য উৎসাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *