বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করেছে অসম পুলিশ। ধৃতের নাম কুলেন্দ্র শর্মা। শুক্রবার গভীর রাতে তেজপুর থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই কুলেন্দ্র শর্মার কার্যকলাপের ওপর নজরদারি চালানো হচ্ছিল। তাঁর গতিবিধি, যোগাযোগের ধরন এবং সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখছিল তদন্তকারী দল। শুক্রবার নির্দিষ্ট ও নিশ্চিত তথ্য পাওয়ার পর অসম পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন বলে জানা গেছে। অভিযোগ, ধৃত প্রাক্তন আধিকারিক পাকিস্তানের একাধিক যোগাযোগকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং সংবেদনশীল তথ্য আদান–প্রদানে জড়িত ছিলেন। যদিও এই বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।


