শিলচরে শুরু হল অসম গ্রন্থমেলা

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : শিলচরে প্রথমবারের মতো রাজ্য সরকারের প্ৰকাশন পরিষদ ও অল আসাম পাবলিসার্স ও বুক সেলার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অসম গ্রন্থমেলা শুরু হল।

শুক্রবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় গ্রন্থমেলার। তিন সাহিত্যিক অর্থাৎ বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ড. সেলিনা হোসেন, কলকাতার ঔপন্যাসিক গল্পকার তিলোত্তমা মজুমদার ও গুয়াহাটির বিশিষ্ট সাহিত্যিক অনুরাধা শৰ্মা পূজারিরা প্রদীপ প্রজ্জ্বলন করে গ্রন্থমেলার উদ্বোধন করেন। সঙ্গে মঞ্চে ছিলেন কাছাড়ের আয়ুক্ত রোহনকুমার ঝা, পুলিশ সুপার নুমুল মাহাতো,  কলকাতা পুস্তক মেলার আয়োজক সুধাংশু দে এবং সম্পাদক ত্ৰিদিবকুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। 

শিলচরে শুরু হল অসম গ্রন্থমেলা

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বই জীবনকে বদলে দিতে পারে। বই নতুন মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলে। বই আমাদের কল্পনা শক্তিকে বাড়ায়। তাই বইমেলা অন্যান্য মেলার মতো নয়। বক্তারা অসম সরকার তথা মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

শিলচরে শুরু হল অসম গ্রন্থমেলা

গ্রন্থমেলাতে কলকাতা, দিল্লি, গুয়াহাটি, আগরতলা থেকে আগত পুস্তক বিক্রেতারা স্টল নিয়ে বসেছেন। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রন্থ মেলা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News